দিন দিন ভূপৃষ্ঠ গরম হয়ে উঠছে এমন কথা আজকাল রেডিও-টেলিভিশনে প্রায়ই শোনে সবাই। একসময় রেডিওতেই শুনতে হতো সব সরকারি রেডিও-সিনেমার গান থেকে শুরু করে সুনীল গাভাস্কারের শতরান করার কাহিনি সবই। দেখার কিছু ছিল না। কানটা খাড়া রাখলে চলত।
যা হোক, আজকাল বেসরকারি টেলিভিশনেই সবকিছু সচিত্র দেখানো হয়। হৃদয়ে মাটি ও মানুষ ধরনের অনুষ্ঠানে গাছে পোকা লাগা থেকে শুরু করে সব কিছু দেখা যায়। এসব দেখে গ্রাম থেকে আসা শহরবাসী তাদের গাঁওগেরামের স্মৃতি রোমন্থন করে। রাখাল সেজে গরু ও ছাগল নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার স্মৃতি এখনো অনেককেই রোমাঞ্চিত করে। কারও হয়তো মনে পড়ে যায় যে, বেয়াদব প্রকৃতির একটা ছাগল তার সঙ্গে সহযোগিতা করত না।