অস্থিরতার অবয়ব

দেশ রূপান্তর মোহাম্মদ আবদুল মজিদ প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১১:৪৫

দিন দিন ভূপৃষ্ঠ গরম হয়ে উঠছে এমন কথা আজকাল রেডিও-টেলিভিশনে প্রায়ই শোনে সবাই। একসময় রেডিওতেই শুনতে হতো সব সরকারি রেডিও-সিনেমার গান থেকে শুরু করে সুনীল গাভাস্কারের শতরান করার কাহিনি সবই। দেখার কিছু ছিল না। কানটা খাড়া রাখলে চলত।


যা হোক, আজকাল বেসরকারি টেলিভিশনেই সবকিছু সচিত্র দেখানো হয়। হৃদয়ে মাটি ও মানুষ ধরনের অনুষ্ঠানে গাছে পোকা লাগা থেকে শুরু করে সব কিছু দেখা যায়। এসব দেখে গ্রাম থেকে আসা শহরবাসী তাদের গাঁওগেরামের স্মৃতি রোমন্থন করে। রাখাল সেজে গরু ও ছাগল নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার স্মৃতি এখনো অনেককেই রোমাঞ্চিত করে। কারও হয়তো মনে পড়ে যায় যে, বেয়াদব প্রকৃতির একটা ছাগল তার সঙ্গে সহযোগিতা করত না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us