আমদানিনির্ভরতা কমিয়ে জোর দিতে হবে উৎপাদনে

যুগান্তর মো. বশিরুল ইসলাম প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১১:২০

২০২৩ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে তাজা সবজির চরম সংকট দেখা দিয়েছে, এমন খবর আলোড়ন তুলেছিল। তবে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে যে প্রতিবেদনের কথা বলা হয়েছিল, পরবর্তীকালে তারাই বলছে, এরকম কোনো প্রতিবেদন তারা ছাপেনি। হয়তো এ ঘটনার পক্ষে-বিপক্ষে নানা মত থাকতে পারে। আসলে, যুক্তরাজ্যের এ ঘটনা উল্লেখের কারণ হচ্ছে দেশের প্রেক্ষাপট নিয়ে এটিই আমার আলোচনার বিষয়বস্তু।


একবার ভাবুন, আপনার সঙ্গে অনেক টাকা। আদরের সন্তান আবদার করল বাজারে গিয়ে সে টাটকা শাকসবজি কিনে আনবে। সন্তানকে নিয়ে গেলেন বাজার করতে; কিন্তু একি! বাজারে গিয়ে দেখলেন কিছুই নেই। চাহিদামতো সবজি কিনতে পারছেন না। এমনকি মিলছে না তিনটির বেশি টমেটো। শুধু সবজিই নয়, আলু, পেঁয়াজ কিংবা ডিমেও দেখা দিয়েছে হাহাকার। বর্ণিত প্রেক্ষাপট কাল্পনিক বাস্তবতা। হয়তো সে দুর্দিন এখনো আমাদের আসেনি। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এমন পরিস্থিতি এসেও যেতে পারে। এখন বলি এতসব নাটকীয় প্রারম্ভিকতার কারণ কী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us