শতভাগ বিদ্যুতায়নের বাংলাদেশ যখন লোডশেডিংয়ের কবলে

ঢাকা পোষ্ট খান মুহাম্মদ রুমেল প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১১:৪৩

শহরজুড়ে আলোর রোশনাই। সন্ধ্যা পেরিয়ে রাত নামে শহরে। কিন্তু আঁধার ছুঁতে পারে না নগর মহানগরকে। রঙিন আলোয় সবসময় ঝলমল করে আমাদের শহরগুলো। তাপমাত্রা বাড়তে বাড়তে তেতাল্লিশ পেরিয়ে চুয়াল্লিশ ছোঁয়। তবুও শীতাপত কক্ষে বড় আরামদায়ক জীবন কতিপয় মানুষের।


অন্যদিকে পাগলা ঘোড়ার মতো তেজি গরমে গ্রাম তখন ডুবে থাকে অন্ধকারে। গ্রামেগঞ্জে এখন আর বিদ্যুৎ যায় না। আসে মাঝে মাঝে। বিদ্যুৎ বিভাগ ষোল হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট উৎপাদনের তৃপ্তির ঢেঁকুর তুলে বলে আমরা সফল! এছাড়া দেশজুড়ে শতভাগ বিদ্যুতায়নের সফলতার গল্পও শুনি আমরা। কিন্তু কথা হলো, বিদ্যুতের আওতায় আসা, আর বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাওয়া এক নয়। শহরের বাইরে প্রায় সব গ্রামাঞ্চলে দিনে দশঘণ্টা থেকে সর্বোচ্চ ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us