দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে নিজ নিজ দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। সেখানে দেখা গেছে, ঢাকা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের মুখোমুখি হবেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন। জাতীয় পার্টি যেহেতু এখন পর্যন্ত আওয়ামী বলয়েই আছে, সেক্ষেত্রে তাদেরকে ঢাকা- ৬ আসন ছেড়ে দেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাঈদ খোকন বলেন, জাতীয় পার্টির বিষয়ে আমি শুধু বলবো— মেরা আঙ্গিনায় তুম কিয়া কারেঙ্গে? আমার এলাকায় তোমার কী কাজ? এর বেশি কিছু বলতে চাই না।
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১০টা ৪০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসেন সাঈদ খোকন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।