বিএনপি ও শরিকদের ভাবনায় নতুন কর্মসূচি

আজকের পত্রিকা প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৪৯

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে একের পর এক হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। কিন্তু নেতাকর্মীরা মাঠে না থাকায় তা পালিত হচ্ছে ঢিলেঢালাভাবে। এ অবস্থায় অবরোধ-হরতালের বৃত্ত ভেঙে কর্মসূচিতে বৈচিত্র্য আনার কথা ভাবছে আন্দোলনকারীরা।


সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আগামী সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। ওই দিনই ইসি অভিমুখে যাত্রা অথবা ঘেরাওয়ের পরিকল্পনা রয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর। এর বাইরে সভা-সমাবেশ, বিক্ষোভ, ঘেরাও-অবস্থানের প্রস্তাবও এসেছে। অবশ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে দলগুলো সূত্রে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us