বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফা অবরোধ শুরু হওয়ার আগের রাতে ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১১টা ৩ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। ওই বার্তায় জাননো হয়, কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৯টা ২৮ মিনিটে বিআরটিসি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এদিকে রাত ৮টা ২৫ মিনিটের টার দিকে মিরপুর-১ বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে কল্যাণপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।