শিশুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের টাকায় বাড়ি করতে চায়

প্রথম আলো প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ১৬:১৭

চঞ্চল চৌধুরী, জয়া আহসান, আফসানা মিমিরা এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মহড়া অনুষ্ঠানে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভবন হল অব ফেমে সামনের দিকে বসে আছেন। হঠাৎ তাঁদের পেছনের সারিতে চোখ আটকে যায়। সেখানে জড়সড় হয়ে বসে আছে আট বছর বয়সী এক শিশু। পায়ে স্পঞ্জের স্যান্ডেল। গায়ে সাদামাটা পুরোনো জামা। মহড়া অনুষ্ঠানের মঞ্চে কী হচ্ছে, সেদিকে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। নাম জিজ্ঞাসা করতেই জড়সড় হয়ে তাকিয়ে থাকে। জানা গেল, তাঁর নাম ফারজিনা আক্তার। সে মা-বাবার সঙ্গে সুনামগঞ্জের তাহিরপুর থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে এসেছে। ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমাটির জন্য লাজুক ফারজিনা শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে।


খুব একটা কথা বলতে চায় না ফারজিনা। পুরস্কার পেয়ে কেমন লাগছে জানতে চাইলে শুনে শুধু তাকিয়ে থাকে। কখনো ছোট করে হাসে। তাতে বোঝা যায় খুশি। কিন্তু লজ্জায় কথা বলে না। তার সঙ্গে একটু বন্ধুত্ব করা দরকার। কথার বলার জন্য তাকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভবন থেকে বাইরে নিয়ে আসি। সেখানে একপাশে টানানো অভিনয়শিল্পীদের ছবি—যাঁরা চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। একসময় শিশুটির ছবি দেখিয়ে প্রশ্ন করি, এটা কার ছবি। সে নিজের ছবি দেখে হাসে। লাজুক ভঙ্গিতে বলে, ‘আমার ছবি।’ পাশ থেকে তাঁর বাবা সায়েম বলেন, ‘ও তহন অনেক ছোট ছিল।’ পরক্ষণেই তিনি মেয়েকে প্রশ্ন করেন, ‘অভিনয়ের কথা তোর মনে আছে মা?’ মেয়েটা আবারও হাসে। জামার এক অংশ টেনে মুখে নিয়ে কামড়াতে থাকে। তার বাবা নিজেরই বলতে থাকেন, ‘এগুলো ওর মনে নেই। অনেক ছোট ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us