বিসিবির এনওসির মেয়াদ শেষ হওয়ায় এবারের আইপিএলে আর দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। আইপিএল ছেড়ে আজ দেশে ফিরেছেন এই পেসার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাই থেকে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখার পর মুস্তাফিজ নিজ গাড়িতে চেপে বাসার পথ ধরেন৷ এ সময়ে আইপিএল নিয়ে তার অভিজ্ঞতা জানতে চান গণমাধ্যমকর্মীরা। উত্তরে এক বাক্যে বলেন, 'সব ভালো'।