‘নানাবিধ কারণে বাড়তি তৈরি পোশাকের উৎপাদন খরচ। কিন্তু বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারকরা দাম না বাড়িয়ে বরং কমিয়েছেন। আলোচনার মাধ্যমে পোশাক রপ্তানিকারকদের জন্য বৈশ্বিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে ন্যায্যমূল্য নিশ্চিত করা আমার সর্বোচ্চ অগ্রাধিকার হবে।’
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি এসএম মান্নান কচি জাগো নিউজকে এসব কথা বলেন। বিশেষ প্রতিনিধি ইব্রাহীম হুসাইন অভিকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে তৈরি পোশাক খাতের নানান বিষয়-আশয়।