টানা তিন মাস দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের পর এপ্রিলে এসে পণ্য রপ্তানি আবার ধাক্কা খেয়েছে; আগের বছরের একই সময়ের চেয়ে কমে গেছে।
সদ্য সমাপ্ত এপ্রিলে বিদেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৯১ কোটি ৬৯ লাখ ডলার, যা আগের বছরের একই মাসের চেয়ে শূন্য দশমিক ৯৯ শতাংশ কম। ২০২৩ সালের এপ্রিলে রপ্তানি হয়েছিল ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য।