রিদুই উদ্বোধনী ব্যাটার শেফালি বর্মার ৩৮ বলে ৫১ ও স্মৃতি মান্ধানার ৪২ বলে ৪৭ রানের ইনিংসে সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১১৮ রানের লক্ষ্য ৭ উইকেট ও ৯ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। শেষ দিকে ভারতকে একটু চেপে ধরেছিলেন বাংলাদেশ বোলাররা, কিন্তু সেটি পার্থক্য গড়তে পারেনি। এ জয়ে ২ ম্যাচ বাকি রেখেই সিরিজ নিজেদের করে নিল সফরকারীরা।
মারুফা আক্তারের করা প্রথম ওভারের শেষ বলে চার মেরে শুরু করেছিলেন স্মৃতি, দুই ওপেনার থামেননি শিগগির। পাওয়ার প্লেতেই ওঠে ৫৯ রান, এরপরও গতি কমেনি। ৩৬ বলে ক্যারিয়ারের নবম ফিফটি পূর্ণ করেন গত ম্যাচে কোনো রান না করেই আউট হওয়া শেফালি। ১০ উইকেটের জয়ের পথেই এগোচ্ছিল ভারত, ১৩তম ওভারে ডান দিকে ডাইভ দিয়ে শেফালির ফিরতি ক্যাচ নিয়ে সেটি হতে দেননি রিতু মনি। ৯১ রানে ভাঙে উদ্বোধনী জুটি।