আওয়ামী লীগ নিশ্চিন্ত, বিএনপি সন্তুষ্ট

দেশ রূপান্তর প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ১৬:১০

ভারতের স্পষ্ট অবস্থানে নিশ্চিন্ত আওয়ামী লীগ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে তার অবস্থান স্পষ্ট করায় আওয়ামী লীগ নিশ্চিন্ত হয়ে গেছে, এমন ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। তারা মনে করছেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখলেও শেখ হাসিনার সরকারকে টলাতে পারবে না। নির্বাচন নিয়ে আগে থেকে সরকার যে অবস্থান জানিয়ে আসছে সে অনুযায়ীই হবে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা দাবি করেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে নিরপেক্ষ করতে সক্ষম হয়েছেন তারা। এখন যুক্তরাষ্ট্র একা হয়ে গেছে।


ভারত জনগণের পক্ষে এতেই সন্তুষ্ট বিএনপি


ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শুক্রবার ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রীদের ‘টু-প্লাস-টু’ বৈঠকে বাংলাদেশ নিয়ে উভয় দেশের আলোচনা ও আলোচনা শেষে উভয় দেশ যে বিবৃতি দিয়েছে তাতে সন্তুষ্ট বিএনপি। গতকাল শনিবার দলটির নেতারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশ। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর প্রতি তাদের (বিএনপি নেতাদের) আহ্বান ছিল তারা (ভারত ও যুক্তরাষ্ট্র) যেন গণতন্ত্রের পক্ষে, দেশের জনগণের পক্ষে থাকে। দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনা শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা স্পষ্ট করেই বলেছেন, বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে সে দেশের জনগণ। এখন পর্যন্ত তাদের (ভারত) অবস্থান জনগণের পক্ষেই আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us