You have reached your daily news limit

Please log in to continue


ঝটিকা মিছিলে ভর করে বিএনপির সরকার পতনের আন্দোলন!

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনে রয়েছে বিএনপি। দাবি আদায়ে আন্দোলন-সংগ্রামের সুতিকাগার খ্যাত ঢাকার রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় বিএনপি। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ করে। ২৯ অক্টোবর হরতালের পর এখন দেশব্যাপী চলছে থেমে থেমে অবরোধ কর্মসূচি। কিন্তু ঢাকায় ১০-১৫ জন নেতাকর্মী নিয়ে ঝটিকা মিছিল ছাড়া সশরীরে কোনো কর্মসূচিই পালন করতে দেখা যায়নি। এর মধ্যে আবার সিনিয়র নেতারাও অধিকাংশই অনুপস্থিত।

নেতাকর্মীদের প্রশ্ন— প্রায় পাঁচ শতাধিক নির্বাহী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের বাকি নেতারা কোথায়? অবশ্য মাঠে থাকা নেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, চলমান পুলিশি তৎপরতার মধ্যে অনেক নেতাকে মাঠে দেখা না গেলেও নিজ নিজ অবস্থান থেকে দলের হয়ে কাজ করছেন তারা। সামনের দিনে কোনো এক সময় তাদের মাঠে দেখা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন