বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখে তাদের আন্দোলন দুর্বল করতে চায় সরকার। একই সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি রেখে রাজপথের নিয়ন্ত্রণও ধরে রাখতে চায়। এর অংশ হিসেবে বিরোধী দলের ডাকা আগামী সপ্তাহের দুই দিনের অবরোধ কর্মসূচিতেও আওয়ামী লীগ সারা দেশে ‘সতর্ক পাহারায়’ থাকবে।
সরকারের একাধিক মন্ত্রী এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তাঁরা বলছেন, অবরোধের মতো কর্মসূচিতে সহিংসতার আশঙ্কা থাকে, সেই কর্মসূচি বিএনপি অব্যাহত রাখছে। সে জন্য সরকার আরও কঠোর হওয়ার পরিকল্পনা করছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলে বিএনপি পয়েন্ট অব নো রিটার্নে চলে গেছে বা সমাধানের সব পথ বন্ধ করে দিয়েছে। এমন পটভূমিতে সহিংসতার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আর আওয়ামী লীগ মোকাবিলা করবে রাজনৈতিকভাবে।