বিএনপিসহ বিরোধী দলের হরতাল-অবরোধের মধ্যে পোশাক খাতের শ্রমিকদের মাঠে নামা নিয়ে কিছুটা চিন্তিত আওয়ামী লীগ। দলটির নীতিনির্ধারকদের বেশির ভাগেরই ধারণা, এর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। তাঁরা মনে করছেন, ‘বিএনপি-জামায়াত এরই মধ্যে পোশাকশ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে এর সুযোগ নিচ্ছে।’
এ পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা পোশাকশ্রমিকদের বেতন-ভাতাসংক্রান্ত সমস্যা দ্রুত মেটানোর তাগিদ অনুভব করছেন।
এদিকে আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো জানিয়েছে, গত সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও এর আশপাশের এলাকার সংসদ সদস্যরা যৌথ সভায় যোগ দেন। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পোশাক কারখানা আছে—এমন এলাকার সংসদ সদস্যদের কিছু নির্দেশনা দেন।