শেষ সময়ে ‌‘ত্রিমুখী চাপে’ সরকার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১১:৫৯

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ সময় এখন। এ সময়ে নানামুখী চাপে রয়েছে সরকার। একদিকে বিরোধী দলগুলোর আন্দোলন, অন্যদিকে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ। এ ছাড়া, লাগামহীন দ্রব্যমূল্য নিয়েও চাপে আছে সরকার। 


বিশ্লেষকরা বলছেন, সরকারের জন্য বিষয়গুলো চ্যালেঞ্জিং। তবে, দ্রুত সমাধান জরুরি। এ ছাড়া, শ্রমিক আন্দোলন যেকোনো সময় রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে। কাজেই অত্যন্ত সতর্কতার সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে হবে। 


বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন 


সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি যুগপৎভাবে বিভিন্ন দল ও জোটকে নিয়ে আন্দোলন শুরু করে গত ১২ জুলাই। এরপর থেকে টানা তিন মাসে ঢাকাসহ সারাদেশে রোড মার্চ, পদযাত্রা, গণমিছিল, কালো পতাকা মিছিল, অবস্থান কর্মসূচি, সমাবেশ-বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছে।


সরকারের জন্য বিষয়গুলো চ্যালেঞ্জিং। তবে, দ্রুত সমাধান জরুরি। এ ছাড়া, শ্রমিক আন্দোলন যেকোনো সময় রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে। কাজেই অত্যন্ত সতর্কতার সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে হবে— বলছেন বিশ্লেষকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us