বছরখানেক ধরেই আওয়ামী লীগ ও বিএনপি বলে আসছে, রাজনীতির ফয়সালা হবে রাজপথে। গত শনিবার ঢাকার রাজপথে সহিংসতা ‘সেই ফয়সালারই’ অংশ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির ভাষ্য, তাদের সংঘাতের প্রস্তুতি ছিল না, শান্তিপূর্ণ মহাসমাবেশের পরিকল্পনা ছিল। পুলিশের মাধ্যমে আওয়ামী লীগ সহিংসতা সৃষ্টি করেছে। অন্যদিকে বিএনপির সহিংস চেহারা উন্মোচিত হয়েছে– ক্ষমতাসীনরা এমন বক্তব্য দিলেও আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক শক্তির আগ্রহের কারণে সেদিনের ঘটনায় হারজিত নির্ধারণ পাটিগণিতের নিয়ম মেনে হয়তো হবে না।
তবে রাজপথের রাজনীতিতে আওয়ামী লীগের শক্তিমত্তা আরও প্রবল হয়েছে বলে মনে করা হচ্ছে। বছরখানেক ধরে সমাবেশে বড় জমায়েত ঘটিয়ে বিএনপি শক্তি দেখালেও শনিবারের ঘটনাপ্রবাহে এতদিন পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকা ক্ষমতাসীনদের দখল আরও পোক্ত এবং একতরফা হবে। সহিংসতার মামলায় ধরপাকড়ের কারণে বিএনপি আরও চাপে পড়তে পারে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সমকালকে বলেছেন, ‘বিএনপির কী হবে জানি না, তবে তাদের প্রকৃত সহিংস চেহারা ফুটে উঠেছে।’