ক্রিকেট খেলার স্ট্যাম্প ও পাইপে জাতীয় পতাকা এবং লাঠি হাতে শান্তি সমাবেশে উপস্থিত হতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, দুপুর সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।
এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।