একদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে সরকারকে ‘বাধ্য’ করার হুমকি দিয়ে বিএনপির মহাসমাবেশ, অন্যদিকে তাদেরকে ঠেকিয়ে ‘মাঠ দখলে’ রাখার প্রস্তুতি আওয়ামী লীগের, আবার অনুমতি না থাকলেও জমায়েতের ঘোষণা জামায়াতে ইসলামীর।
শনিবার রাজধানীতে কী হয়, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার কিছুটা অবসান হয় পুলিশের ঘোষণায়। আগের রাতে দুই দলকেই তাদের পছন্দের এলাকায় সমাবেশ করার অনুমতি দেওয়ার পর শুরু হয়ে যায় প্রস্তুতি।
সকালের অপেক্ষায় না থেকে রাত থেকেই আসতে থাকে মিছিল। নেতারা বলছেন, সকালে বইবে ‘জনস্রোত’।
একই সঙ্গে দুই দলের জমায়েত গত এক বছরে বহুবার দেখেছে ঢাকাবাসী। তবে ‘মহাযাত্রার’ ঘোষণায় এবারের কর্মসূচিতে এনেছে বাড়তি মাত্রা।
এই ঘোষণা প্রথমে ছিল বিএনপির। পরে আওয়ামী লীগ থেকে বলা হয়, আসল ‘মহাযাত্রা’ হবে তাদের।
শনিবার কি তবে নতুন কোনো ঘটনার শুরু হতে যাচ্ছে?- এ নিয়েই জিজ্ঞাসা সাধারণের। কারণ, রাজনৈতিক সংঘাতে শেষ পর্যন্ত ভোগে তারাই।