পাল্টাপাল্টি চললে আরও খারাপ হবে পরিস্থিতি

প্রথম আলো এম সাখাওয়াত হোসেন প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ০৯:২৫

নির্বাচন ঘিরে দেশে এখন একধরনের সংকট চলছে। প্রতি পাঁচ বছর পর এই সংকট দেখা দেয়। তার মানে হলো, আমরা এখনো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গড়ে তুলতে পারিনি।


বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো। এ জন্যই এখনো আমরা একটি সংকটময় পরিস্থিতির মধ্যে আছি। কিন্তু এবার যে ধরনের চাপ সৃষ্টি হয়েছে, তা অতীতে দেখা যায়নি। চাপটি হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার চাপ।


এ রকম পরিস্থিতিতে রাজনৈতিক দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। এ রকম পাল্টাপাল্টি চলতে থাকলে সংঘাত হওয়ার এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা আছে; যা দেশের জন্য সুফল বয়ে আনবে না।


আমি মনে করি, সংকটের সমাধান রাজনৈতিক সংলাপের মাধ্যমেই হতে পারে। কিন্তু সে রকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সংঘাত থেকে উত্তরণের পথও দেখা যাচ্ছে না। আমাদের দেশে সুশীল সমাজও খুব দুর্বল বা নেই বললেই চলে। তারাও কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না। আবার সরকারের ভেতর থেকেও তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us