২৮ অক্টোবর প্রবারণা, রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের ‘অনুরোধ’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ২২:৪৫

নির্বাচন সামনে রেখে বিএনপি ও আওয়ামী লীগ যে দিনে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিয়েছে, সেই ২৮ অক্টোবর প্রবারণা পূর্ণিমা পড়ায় রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।


বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো এবং উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো রোববার এক যৌথ বিবৃতিতে এই অনুরোধ জানিয়েছেন।


বিবৃতিতে বলা হয়, “আগামী ২৮ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। তিন মাস বর্ষাব্রত অধিষ্ঠানের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে ওঠে। ওই দিনের বিশেষ আকর্ষণ আকাশে রঙ্গিন ফানুস উড্ডয়ন। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন।”


কিন্তু  সেদিন ‘বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল’ মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করায় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দূর থেকে বৌদ্ধ বিহারের উৎসবে অংশ নিতে বাঁধা-বিপত্তির সম্মুখীন হবেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us