বহুল আলোচিত নরসিংদী- ২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান ওরফে পোটনের বিরুদ্ধে এবার এক লাখ ৮৪ হাজার ৭১ টন সার লুটপাটের অভিযোগ উঠেছে। যার আর্থিক মূল্য প্রায় এক হাজার কোটি টাকা।
সরকারিভাবে আমদানি করা ওই সার বন্দর থেকে খালাসের পর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গুদামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তা পৌঁছায়নি। এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অনুসন্ধান শুরু হয়েছে।
এর আগে জানুয়ারি মাসে ৭২ হাজার টন সার আত্মসাৎ করে সরকারের ৫৮২ কোটি টাকা ক্ষতি করার পৃথক একটি অভিযোগের অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। যা এখন শেষ পর্যায়ে আছে বলে জানা গেছে।