ঋণের সুদের হার আরও বাড়াতে পারবে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো এখন আগের তুলনায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দশমিক ৫০ শতাংশ সুদ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়েছে। গতকাল বুধবার নীতি সুদহার বাড়ানোর পর বাংলাদেশ ব্যাংক ঋণের ক্ষেত্রে মার্জিন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশের স্থলে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লি ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশের স্থলে সর্বোচ্চ আড়াই শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে।