কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী আগামীকাল বৃহস্পতিবার বিএনপির রোডমার্চ কর্মসূচি ঘিরে পাল্টা প্রস্তুতি নিয়ে রাখছে স্থানীয় আওয়ামী লীগও। কেন্দ্র থেকে কোনো নির্দেশনা না দিলেও এই কর্মসূচি থেকে কোনো ধরনের অরাজক পরিস্থিতি কিংবা মানুষের জানমালের ক্ষতি হয়, এমন কর্মকাণ্ড যাতে প্রতিহত করা যায়, সে জন্য পাল্টা প্রস্তুতি নিয়ে রাখছেন নেতাকর্মীরা। রোডমার্চের দিন চট্টগ্রাম নগরীর কয়েকটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রোডমার্চ সফলে বিএনপির প্রস্তুতি সভা ঘিরে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোরের মৃত্যুর পর চোখ থাকবে মিরসরাইয়েও। এই ঘটনার জের ধরে এখানে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তবে আওয়ামী লীগ বলছে, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে তাতে বাধা দেবে না।
আগামীকাল কুমিল্লা থেকে ফেনী হয়ে চট্টগ্রামে যাবে বিএনপির রোডমার্চ। চট্টগ্রামের মিরসরাই হয়ে নগরীর সিটি গেট, কর্নেল হাট, এ কে খান মোড়, জাকির হোসেন রোড হয়ে জিইসি মোড় এবং সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হবে এই রোডমার্চ। বিকেল ৩টার মধ্যে চট্টগ্রামে পৌঁছবেন বিএনপি নেতাকর্মীরা। এর পর সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।