ড্যাক্স শেফার্ড ও লেক্স ফ্রিডম্যানের পডকাস্টকে অন্য ভাষায় রূপান্তরে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ফিচারের পরীক্ষা চালাচ্ছে স্পটিফাই টেকনোলজি। সম্প্রতি এক বিবৃতিতে সুইডেনভিত্তিক অডিও স্ট্রিমিং কোম্পানিটি এ কথা জানায়। নতুন এ ফিচারের মাধ্যমে তারা জেনারেটিভ এআইয়ের ব্যবহার বাড়াতে চাইছে।
স্পটিফাই জানায়, ওপেনএআইয়ের ভয়েস জেনারেশন প্রযুক্তির সহায়তায় এ ফিচারটির উন্নয়ন করা হয়েছে। এটি মূল বক্তার কণ্ঠ হুবহু অনুকরণ করতে পারবে। স্প্যানিশ, ফ্রেঞ্চ ও জার্মান ভাষায় ভয়েস ট্রান্সলেশন ব্যবহার করা যাবে। রয়টার্স