ডেঙ্গুতে দৃষ্টি হারানোর আশঙ্কাও থাকে, জেনে রাখুন এক্ষেত্রে কী করণীয়

প্রথম আলো প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭

এ বছর ডেঙ্গুতে আক্রান্তের হার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আক্রান্ত হচ্ছেন শহর থেকে গ্রামের মানুষ। আর এবার ডেঙ্গু নানা নতুন উপসর্গ নিয়েও হাজির হচ্ছে। এই রোগে কি চোখও আক্রান্ত হয়?


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শরীরের রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী কোষ প্লাটিলেট কমতে থাকে। একে ‘থ্রম্বোসাইটোপোনিয়া’ বলে। রক্তে প্লাটিলেটের স্বাভাবিক সংখ্যা সাড়ে তিন লাখ থেকে চার লাখ। এই সংখ্যা ২০ হাজারের কম হলে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে। শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ শুরু হতে পারে।


ডেঙ্গুকে এককথায় ‘মাল্টিসিস্টেম’ সমস্যা বলা হয়। এটি যেকোনো অঙ্গকে আক্রমণ করতে পারে। চোখের বাইরের সাদা এলাকা বা স্ক্লেরার ওপর রক্তক্ষরণ হলে একে ‘সাবকনজাংটিভাল হেমোরেজ’ বলে। এতে চোখের সাদা অংশের বিভিন্ন এলাকা টকটকে লাল রং ধারণ করে।


পরবর্তী সমস্যাগুলোর একটি চোখের কনীনিকা আইরিশে প্রদাহ বা ‘ইউভিআইটিস’ নামে পরিচিত। এ রোগে যন্ত্রণাদায়ক সমস্যার সঙ্গে দৃষ্টিশক্তি কমতে থাকে। সঙ্গে চোখ লাল হয়ে অঝোরে পানি ঝরতে পারে। ক্ষেত্রবিশেষ এ রোগের কারণে চোখের জরুরি অবস্থা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us