অ্যালোপেশিয়া অ্যারিয়াটা একধরনের জটিল অটোইমিউন রোগ। এতে মাথার বা দেহের চুল গোলাকৃতি হয়ে উঠে যায়। দেখতে মনে হয়, যেন কোনো পোকা চুল খেয়ে নিয়েছে। দেহের ইমিউন সিস্টেম এ ক্ষেত্রে ভুলক্রমে আমাদের হেয়ার ফলিকলকেই শত্রু বলে চিহ্নিত করে। শ্বেতকণিকার মাধ্যমে তাকে নষ্ট করে দেয়। শ্বেতকণিকা হেয়ার ফলিকলকে আক্রমণ করলে চুল পড়ে যায়।
কোনো ব্যথা বা অন্য উপসর্গ না হলেও রোগী হঠাৎ খেয়াল করে, মাথা বা দেহের কোনো জায়গা থেকে কিছুটা চুল উঠে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এই ধরনের উপসর্গ দেখে সাধারণত রোগীরা খুবই ভয় পেয়ে যান। ফাঁকা জায়গায় হাত বোলালে অনেক সময় আশপাশের চুল হাতে উঠে আসে। মাথায় বেশি দেখা গেলেও ভুরু, দাড়িও আক্রান্ত হতে পারে।