মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কিনছে ভিয়েতনাম এয়ারলাইনস। গত সোমবার বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৮০ কোটি ডলার মূল্যে উড়োজাহাজগুলো বিক্রিতে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। হোয়াইট হাউস থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে।
বোয়িংয়ের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে ভিয়েতনাম এয়ারলাইনস কর্তৃপক্ষ তাদের পুরোনো ‘এই-এ৩২১ উড়োজাহাজ’ বাতিল করতে যাচ্ছে। এর স্থলে যাত্রী পরিবহনে তারা ব্যবহার করবে আধুনিক ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ। তবে উড়োজাহাজগুলোর সরবরাহ পেতে কয়েক বছর লেগে যেতে পারে।