কোন দুঃখে পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রশ্ন কাদেরের

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোন দুঃখে, কেন পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? কোন দেশের নির্বাচনি নীতিমালায় এটা (প্রধানমন্ত্রীর পদত্যাগ) আছে?’


শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প (কাওলা-ফার্মগেট) অংশের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব প্রশ্ন করেন তিনি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সুধী সমাবেশের উপস্থিত জনতার উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজ কত লোক, লোকে লোকারণ্য! উদ্বোধনী অনুষ্ঠান (বিমানবন্দর এলাকা) থেকে এলাম, পথে পথে মানুষ আর মানুষ। বাইরে কয়েকটা সমুদ্র, এটা (সুধী সমাবেশ) হয়ে গেছে মহাসমুদ্র। মহাসমুদ্রের গর্জন ধ্বনি শুনতে পাচ্ছি, জনতার মহাসমুদ্র। গতকাল (শুক্রবার) ছাত্রসমাবেশ দেখে ষড়যন্ত্রকারীদের চোখে ঘুম নাই। তারা অন্তর জ্বালায় মরে! এত ছাত্র, এত ছাত্রী কোথা থেকে এলো? আজ তো ওরা (বিএনপি) এই ছবি দেখে মুর্ছা যাবে। এই মহাসমুদ্র দেখলে ওরা হারিয়ে যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us