কয়েক দিন পরপর পত্রিকায় খবর বের হয়, অমুক ব্যক্তি কয়েক শ কোটি টাকার সম্পদ, তমুক ব্যক্তির সহস্রাধিক বিঘা জমি, কয়েক ডজন ফ্ল্যাট, ওই দেশে বাড়ি, সেই দেশে ব্যবসা। এমন শিহরণ জাগানিয়া খবরগুলো বছরের পর বছর বের হলেও এই রাষ্ট্রের সেই সব ফাঁকফোকর বন্ধ হয় না, বরং ফুলিয়ে–ফাঁপিয়ে সম্পদ বাড়ানোর নেশায় মেতেছেন তাঁরা।
হাজার কোটি টাকার সম্পদ বিদেশে থাকার পরও এই তাঁরা এখন ‘দেশপ্রেমিক’ বর্গা নিচ্ছেন। ভিনদেশে বাড়ি করে নিজের দেশের ভালোবাসা পাতছেন। নিজ এলাকার ভোটাররা বিদেশে চাকরির জন্য হাউকাউ করলেও আমাদের সেই দেশপ্রেমিক সম্প্রদায় সেই দেশে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করছে, বিদেশিদের নিয়োগ দিচ্ছে।