একসময়ের বেশ ভালো বন্ধু তামিম-সাকিবের বর্তমান সম্পর্কটা আগের মতো ভালো নয়। বিভিন্ন সময়ই গণমাধ্যমে উঠে আসে এমন সব গুঞ্জন। তবে তামিম-সাকিবের কেউই অবশ্য এসব বিষয় নিয়ে কথা বলেননি কখনও। দুজনই বেশ দারুণভাবে সামলেছেন গণমাধ্যমকে, ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন মাঠের সতীর্থ সম্পর্কটাকে।
তামিম নেতৃত্ব ছেড়ে দেওয়াতেই দ্বিতীয় দফায় ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। এশিয়া কাপ দিয়েই শুরু হচ্ছে সাকিবের অধিনায়ক পর্ব। সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল যখন এশিয়া কাপ খেলতে যাচ্ছে, তামিম ইকবাল তখন মাঠে ফেরার লড়াই করছেন বিশ্বকাপে দৃষ্টি রেখে। মেগা টুর্নামেন্টের আগে তামিম ফিট হয়ে উঠবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি দলে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাকিব।
এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞ এই ব্যাটারকে না পাওয়া দলকে কতোটা ভোগাবে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে দলকে তারা কতটুকু দিতে পারবে সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগে। সেগুলো শেয়ার করলে, বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়।'