‘আমরা বেঁচে থাকতে বিএনপি-জামায়াতের নীলনকশা বাস্তবায়ন হবে না’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ০৯:২৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আমরা যারা স্বাধীনতার পক্ষের মানুষ, আমাদের মধ্যে অনেকেরই পূর্বপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তাদের কেউ ফিরে এসেছেন, আবার কেউ আর ফিরে আসেননি। আমাদের রক্তের মধ্যে সেই চেতনা আছে। আমরা বেঁচে থাকতে এই বাংলার মাটিতে বিএনপি-জামায়াতের নীলনকশা, তারা ক্ষমতায় বসে জনগণের সম্পদ লুণ্ঠন করবে, দেশকে শোষণ করবে, সেটি আর কখনও বাস্তবায়ন হবে না। এটি আমরা হতে দেবো না।’


জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালিয়া (পূর্ব ও পশ্চিম) থানা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (২৩ আগস্ট) বিকালে নগরীর জয় বাংলা চত্বরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমাদের দেশের নির্বাচন কীভাবে হবে, সেটি আমাদের জনগণ, আমাদের সংবিধান, উচ্চ আদালত নির্ধারণ করে দেবে এবং সেভাবে নির্বাচন হয়েছে এবং আগামীতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us