২০২৫ অর্থবছরের শুরুতে ভারতে আইফোন উৎপাদন ও বাজারজাতে বড় প্রবৃদ্ধি অর্জন করেছে অ্যাপল। দেশটিতে তৈরি আইফোনের রফতানি এপ্রিলে ১১০ কোটি ডলার (৯ হাজার কোটি রুপি) ছাড়িয়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি ১ লাখ কোটি রুপির আইফোন রফতানি করবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। খবর ইটি টেলিকম।
আগের অর্থবছরে ভারত থেকে মোট ৫৮ কোটি ডলার মূল্যের আইফোন রফতানি হয়েছে। মূলত এপ্রিলে বড় কোনো উৎসব বা আয়োজন না থাকায় রফতানি বছরের অন্য সময়ের তুলনায় কিছুটা কম থাকে।