খুলনা জেলার সুন্দরবন–সংলগ্ন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ এপ্রিল দুপুরের পর বিষ খাওয়া একজন রোগী ভর্তি হন। এই রোগীর চিকিৎসায় একটি জরুরি ওষুধ হাসপাতালে ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর আত্মীয়দের ওষুধ জোগাড় করার কথা বলেন।
রোগীর আত্মীয়রা খুলনা শহর থেকে ওষুধটি আনেন সন্ধ্যার পর। সেই ওষুধ দেওয়ার পরও রোগীর অবস্থা খারাপ হতে থাকে। গভীর রাতে ওই রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ৮ এপ্রিল ভোরে তিনি মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রকাশনা হেলথ বুলেটিন (সর্বশেষ ২০২০) বলছে, সারা দেশে বছরে বিষক্রিয়ায় ৬৪ হাজার মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। অর্থাৎ দৈনিক ১৭৫ জন বিষপানে হাসপাতালে আসছেন। বিষক্রিয়ার রোগীর সংখ্যা হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর ২ শতাংশ। মৃত্যুও অনেক বেশি।