শুধু আন্তর্জাতিক বাজারের প্রভাবেই পণ্যমূল্য বাড়ছে তা নয়, অসাধু ব্যবসায়ীরাও এখনকার উচ্চ মূল্যস্ফীতির জন্য দায়ী। ভোক্তারা তাদের অপতৎপরতার শিকার হচ্ছেন। বুধবার ঢাকা চেম্বার আয়োজিত ‘বেসরকারি খাত এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সুসংহতকরণ’ শীর্ষক আলোচনায় বক্তারা এমন মত দেন।