আন্দোলন দমনে আরও কঠোর হচ্ছে সরকার

আজকের পত্রিকা প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০৯:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার পতনের এক দফা আন্দোলনে আছে বিএনপি। একই দাবিতে যুগপৎ কর্মসূচি পালন করছে সমমনা দলগুলোও। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চাপের মুখে এত দিন কিছুটা নমনীয়তা দেখালেও আন্দোলন মোকাবিলায় এবার কঠোর হচ্ছে সরকার। পুরোনো মামলায় গতি এনে চাপে রাখা হচ্ছে বিএনপির নেতাদের। গত ২৮ জুলাইয়ের পর থেকে বেড়েছে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ধরপাকড়।


এদিকে ক্ষমতাসীনদের কঠোর অবস্থানে বেকায়দায় পড়েছে বিএনপি। বিভিন্ন কর্মসূচি পালনকে ঘিরে প্রায় প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে দলটির নেতা-কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রেপ্তারের আতঙ্কে নেতা-কর্মীদের অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।


দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তাঁর বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সর্বশেষ গত শনিবার সারা দেশে পদযাত্রা করেছে বিএনপি। এই কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনাসহ বিভিন্ন জায়গায় পুলিশের মারমুখী আচরণের মুখে পড়েছেন দলটির নেতা-কর্মীরা। এতে দুই পক্ষের সংঘর্ষে তিন শর বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন অন্তত অর্ধশত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us