রাঙ্গামাটির আট সড়কের ৫৪ স্থানে ধস

বণিক বার্তা প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ১৩:৪১

টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় রাঙ্গামাটি সড়কের মাটি ধস ও সড়কের ওপর পাহাড়ধসে ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর রাঙ্গামাটি বিভাগের হিসাবে জেলার ছয়টি সড়কের ৪৪টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থানে সুরক্ষা বা সংস্কারকাজ করলে পুনরায় একই ক্ষতির সম্মুখীন হতে হবে না। সড়ক সংস্কারকাজে ব্যয় হতে পারে ৯ কোটি টাকা। অন্যদিকে এলজিইডির দুটি সড়কেও ১০টি স্থান ধসে গেছে।


রাঙ্গামাটি সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির ঘাগড়া থেকে চন্দ্রঘোনা ভায়া বান্দরবান সড়কে ২১টি, চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়কে ১০টি, বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়কে সাতটি, রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে তিনটি, বগাছড়ি-নানিয়ারচর সড়কে দুটি ও রাণীরহাট-কাউখালী সড়কে একটিসহ মোট ৪৪টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।


রাঙ্গামাটি সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বণিক বার্তাকে বলেন, ‘রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কসহ জেলার ছয়টি সড়কে সপ্তাহব্যাপী বৃষ্টির কারণে ৪৪টি স্থানের মাটি ধসে গেছে। এসব স্থানে সংস্কার করতে হবে। ঝুঁকিপূর্ণ এসব স্থানে রক্ষাকাজ হিসেবে রিটেইনিং ওয়াল নির্মাণ ও সড়ক সংস্কার করতে ৯ কোটি টাকা ব্যয় হতে পারে। রাঙ্গামাটির চারটি গুরুত্বপূর্ণ সড়কে ২৪৯টি কোটি টাকার রিটেইনিং ওয়াল নির্মাণ প্রকল্পের কাজ চলমান থাকায় অধিকাংশ ঝুঁকিপূর্ণ এলাকায় এবার ক্ষতি হয়নি। প্রকল্পটির কাজ চলমান না থাকলে ক্ষতির পরিমাণ আরো বাড়ত। বর্তমানে রিটেইনিং ওয়াল নির্মাণ প্রকল্পটির ৭৫ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us