কুড়িগ্রামে টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত দু'দিন ধরে জেলায় কখনও হালকা আবার কখনও থেমে থেমে ভারি বৃষ্টি হচ্ছে। এর ফলে কাজে বের হতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। বিশেষ করে কাজের সন্ধানে ছুটে চলা শ্রমজীবি মানুষ চরম বিপাকে পড়েছেন। এ ছাড়া টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যার শঙ্কাও দেখা দিয়েছে।
শহরের পশুর মোড়ের রিকশাচালক খোকন মিয়া বলেন, আজ সকাল থাকি বিকেল হলো বৃষ্টিত ভিজি ৪টা ভাড়া মারছি। মাত্র ৬০ টাকা কামাই হইছে। বাজার করার কোনো টাকা নাই। ঘর থেকে মানুষ না বেড়ালে ভাড়া হয় কেমনে।