সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে নেতারা এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জামসেদ আনোয়ার তপনের সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন, ত্রিদিব সাহা, সদস্য মঞ্জুর মঈন প্রমুখ।
নেতারা বলেন, সরকার অতীতের মতো একটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টেনে আনার চেষ্টা চালাচ্ছে। ক্ষমতাসীন গোষ্ঠী যত বেশি সম্ভব রাজনৈতিক দল ও শক্তিকে নির্বাচনে নিতে চায়। এই প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি বিভিন্ন সাম্প্রদায়িক দল, এমনকি জামায়াতকে নিয়েও রাষ্ট্রশক্তির নানা তৎপরতা দেখা যাচ্ছে।