বঙ্গবন্ধু, সেক্যুলার রাজনীতি এবং বর্তমান বাংলাদেশ

বিডি নিউজ ২৪ বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১২:১২

কয়েক মাসের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 


সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী নির্বাচিত হয়ে এক দল ক্ষমতায় আসবে আরেক দল বিরোধী দলের আসনে বসবে, শুধু এই সাধারণ হিসেবের মধ্যেই আগামী নির্বাচন সীমাবদ্ধ থাকবে না। দুঃখজনকভাবে আমাদের সমাজ আজ দ্বিধাবিভক্ত। বাংলাদেশের রাজনীতিও এখন মূলত দুই শিবিরে বিভক্ত। এ অবস্থায় গণতান্ত্রিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার চেয়ে আরো বেশি দুর্নিবার হয়ে উঠেছে যে বিষয়টি, সেটা হলো, ১৯৭১—এর বিজয়ী শক্তি এবং পরাজিত শক্তির মুখোমুখি অবস্থান। এক পক্ষের নেতৃত্বে আওয়ামী লীগ, অন্যপক্ষের বিএনপি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা—বিরোধী শক্তিই এখন বিএনপিতে প্রবল এবং প্রধান। তারাই এই দলের নীতি-নির্ধারক। 


একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় বাধাগ্রস্ত করার জন্য যারা সক্রিয়ভাবে অপচেষ্টা করেছে, তারাই আজ বিএনপিতে নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে। ফলে আগামী নির্বাচনে জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে রাজনীতির অনেক কিছু। 


স্বাধীন বাংলাদেশের রাজনীতির প্রধান ধারার রূপকার নিঃসন্দেহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তিনিই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us