মুসলিম বিশ্বের দেশগুলোর তীব্র নিন্দা ও সমালোচনার মাঝে আবারও সুইডেনের রাজধানী স্টকহোমের মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে আগুন দিয়েছে ইসলামবিরোধীরা। সোমবার স্টকহোমে দেশটির সংসদ ভবনের বাইরে কোরআনে দুই ব্যক্তি অগ্নিসংযোগ করেছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি স্টকহোমে কোরআনে আগুন দেওয়ার এই ঘটনা দেখেছেন বলে জানিয়েছেন। গত কিছু দিন ধরে সুইডেন এবং ডেনমার্কে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় মুসলিমদের তীব্র ক্ষোভের মাঝে সোমবারের ওই ঘটনা ঘটেছে।