গরমে এমনিতেই অতিষ্ঠ মানুষ। তার ওপর বেড়েছে লোডশেডিং। দুই সপ্তাহ ধরে গাজীপুরে বিদ্যুতের আসা–যাওয়া চলছে। এ সংকটের কারণ হিসেবে জ্বালানি তেল ও গ্যাস–সংকটকে দুষলেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
গাজীপুরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতি–১–এর নবনিযুক্ত জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবুল বাশার (আজাদ) জানালেন, গাজীপুরে চাহিদার তুলনায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে কম। প্রতিদিন ৮০ থেকে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। যার কারণে লোডশেডিং বেড়েছে।
বিদ্যুৎ পরিস্থিতির খবর জানতে গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর কার্যালয়ে গিয়ে জানা গেল, নতুন জ্যেষ্ঠ মহাব্যবস্থাপকের যোগদান উপলক্ষে বৈঠক চলছে। এ সময় বাইরে ছিল কাঠফাটা রোদ আর প্রচণ্ড গরম। সেবাপ্রার্থী অনেকেই বাইরে অট্টালিকার ছায়ায় দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মধ্যে একজন মধ্যবয়সী গাজীপুর মহানগরের মজলিশপুর এলাকার বাসিন্দা আফজাল মণ্ডল। তিনি একটি মিটার পরিবর্তনের আবেদন করতে এসেছেন।