বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষে ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এবার তিনি তৎপর হয়েছেন বরিশাল-৫ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। পাশে পাচ্ছেন খোকন সেরনিয়াবাতকে। অন্যদিকে দলীয় সিদ্ধান্তে সিটি নির্বাচন থেকে ছিটকে গিয়েছিলেন খোকনের ভাতিজা সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নির্বাচন ঘিরে তিনিও মাঠে নেমেছেন। কাছে টানছেন দলের স্থানীয় নেতা-কর্মীদের।
স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, শক্তির জানান দিতে এরই মধ্যে দুই পক্ষ পৃথক কর্মসূচির ডাক দিয়েছে। সিটি নির্বাচনের মতো সংসদ নির্বাচনেও খোকন-জাহিদ জুটির লক্ষ্য এককাট্টা হয়ে বিভাগের সবচেয়ে মর্যাদার আসনটি দখলে নেওয়া। এ জন্য জাহিদ ফারুকের সঙ্গে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মেয়র খোকন। অন্যদিকে বর্ধিত সভাসহ দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন সাদিক।