ঘরের মাঠে ‘বাঘ’ বাংলাদেশ। মিরপুর ও চট্টগ্রাম বাঘের ডেরা। এই ডেরায় ঢুকে ম্যাচ হেরেছে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া। সেখানেই ক্রিকেটের উঠতি দল আফগানিস্তানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকরা বৃষ্টি আইনে ১৭ রানে হারলেও কর্তৃত্ব ছিল রশিদদের। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১৮৯ রানে আটকে ফেলেছে সফরকারীরা। ১৪২ রানের বিশাল জয়ে এক ম্যাচ থাকতে সিরিজ জিতে নিয়েছে।
দেশের ক্রিকেট অঙ্গন দু’দিন তামিমের ‘অবসর নাটকে’ ব্যস্ত ছিল। তিনি অবসর ভেঙে ফিরলেও ধাক্কা সামলে উঠতে পারেনি দল। অধিনায়ক লিটন দাস ছিলেন এলোমেলো। টস জিতে বোলিং নিলেও সুবিধা ঘরে তুলতে পারেনি তার দল। সুযোগ দু’হাতে নিয়ে ৯ উইকেট হারিয়ে ওয়ানডেতে দেশের তৃতীয় সর্বোচ্চ ৩৩১ রান তোলে আফগানিস্তান।