রেজা-নুর বিতর্কে উঠে আসা অশনিসংকেত

সমকাল এহসান মাহমুদ প্রকাশিত: ২১ জুন ২০২৩, ০২:০১

শহরের প্রশস্ত সড়কের পাশে কাচে ঘেরা আলো-আঁধারি কফিশপের ভিড়ে পাড়ার চায়ের টং  দোকান দিন দিন কমে আসছে। কিন্তু সব নাই হয়ে গেলেও তো কিছু অবশিষ্ট থাকে! কিছু অবশিষ্ট থাকার মতো করে সেদিন মিরপুরের এক চায়ের দোকানে রেডিওর ঘোষণা শুনতে পেলাম। এফএম রেডিওর ঘোষিকার কণ্ঠ থামার সঙ্গে সঙ্গেই বেজে উঠল পুরোনো দিনের বাংলা গান– ‘দুদিনের এই দুনিয়াতে সবাই মুসাফির/ এ সংসারের মোহ-মায়ায় হই কেন অধীর/ যায় না মোছা কখনও যে ভাগ্যেরই লিখন/ ভাঙাগড়া এই জীবনে আছে সর্বক্ষণ।’ সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে গানটি সেই পুরোনো দিনের মতোই লাগল যেন! পুরোনো সবকিছু কি তবে ফিরে আসতে শুরু করেছে– এমন ভাবনা শেষ না হতেই এফএম রেডিওতে নিউজ বুলেটিন প্রচার শুরু হলো। রেডিও জকি, যাকে ‘আরজে’ বলা হয়, তিনি ঘোষণা শুরু করলেন– ভাঙনের মুখে গণঅধিকার পরিষদ। রেজা কিবরিয়া এবং ভিপি নুরের দ্বন্দ্বে দলটি ভাঙার হুমকিতে পড়েছে। ঘোষিকার সুললিত কণ্ঠ অনুসরণে আমার কান তখন যেন শুনতে পেল– ভাঙাগড়া রাজনীতিতে আছে সর্বক্ষণ।


কয়েক মাস ধরেই গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের মধ্যে দ্বন্দ্বের খবর প্রকাশিত হয়ে আসছিল। রেজা কিবরিয়ার অভিযোগ, নুরের কাছে আসা টাকার হিসাব চাওয়া হলেও তিনি তা দিচ্ছেন না। অন্যদিকে নুরের অভিযোগ, ইনসাফ কায়েম কমিটির সঙ্গে রেজা কিবরিয়ার যোগাযোগ রয়েছে এবং সংগঠনবিরোধী নানা তৎপরতার সঙ্গে যুক্ত রেজা কিবরিয়া। এমন পরিস্থিতিতে একাধিক মিটিংয়ের পর রেজা কিবরিয়াকে আহ্বায়ক রেখেই রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। এমন খবরে প্রথমেই যে প্রশ্নটি দেখা দিয়েছে তা হলো, শীর্ষ দুই নেতার দ্বন্দ্বে দলটিতে বিভক্তি আসবে কিনা?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us