অনলাইনের পর এবার সশরীরে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে গতকাল বুধবার রাতে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
আরাফাতের মনোনয়নপত্র গ্রহণ করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। এ কর্মকর্তা জানান, গণতান্ত্রিক পার্টির অশোক ধর, জাতীয় পার্টির রওশনপন্থী নেতা মামুনুর রশিদ, জাকের পার্টির রাশেদুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া অনলাইন ও সরাসরি মনোনয়নপত্র জমা দিয়েছেন।