দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সার্বিক জনজীবনে। চাহিদা কমে যাওয়ায় লোডশেডিংও অনেকটা কমেছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, আজ দুপুরে (সোমবার, ১২ জুন) লোডশেডিং উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ১১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে ১১ হাজার ১২৮ মেগাওয়াট। লোডশেডিং ছিল ৩৭২ মেগাওয়াট।
বৃষ্টির প্রভাবে বিদ্যুতের চাহিদা কমে এসেছে। এতে বিদ্যুতের আরো সুষম বন্টন সম্ভব হয়। ভোক্তাদের কাছেও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২০ স্থানে বৃষ্টিপাত হয়েছে।
তিনি বলেন, ঢাকায় সর্বোচ্চ ২৭ মিলিমিটার (এমএম) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যান্য এলাকায়ও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি এবং নীলফামারীর ডিমলায় ৩২ এমএম, সিরাজগঞ্জের তাড়াশে ৩১ এমএম এবং কিশোরগঞ্জের নিকলীতে ২০ এমএম বৃষ্টিপাত হয়েছে।