দেশের ক্রিকেটপাড়ায় গুঞ্জন আছে, ওয়ানডে বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারেন তামিম ইকবাল। সম্প্রতি কাছের বন্ধুদের এক আড্ডায় এ ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তবে এর সত্যতা নিয়ে কেউই মুখ খুলতে রাজি হননি। এ ব্যাপারে বিসিবি পরিচালক বা জাতীয় দল নির্বাচক প্যানেলের সদস্যদের কাছে জানতে চাওয়া হলে তাঁরাও কিছু বলতে পারেননি। এর সত্যতা আপাতত জানা না গেলেও তামিম ইকবাল যে ধীরে ধীরে টেস্ট ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন, ম্যাচ খেলার পরিসংখ্যান দেখে তা বোঝা যায়। গত পাঁচ বছরে বাংলাদেশের ৩৩টি টেস্টের বিপরীতে ১৮ ম্যাচে খেলেছেন বাঁহাতি এ ওপেনার। অর্থাৎ চোট ও বিশ্রাম মিলিয়ে ১৫টি টেস্ট ম্যাচ খেলতে পারেননি তিনি। টেস্ট খেলতে না পারলেও গত তিন বছরে ওয়ানডে সিরিজ তেমন একটা বাদ দেননি। অধিনায়ক হওয়ার পর থেকে শুধু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলতে পারেননি তিনি। ১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাঁর খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কোমরের পুরোনো ব্যথা নতুন করে মাথাচাড়া দেওয়ায় তাঁর খেলার ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না জাতীয় দল নির্বাচকরাও।