পোশাকে পটচিত্র

সমকাল প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ১০:০১

ফ্যাশন সচেতন মানুষ সব সময় নতুন কিছুর খোঁজ রাখেন। নতুন পোশাক, পোশাকের নতুন কাট, নতুন নকশা ইত্যাদি খেলা করে তাদের মাথায়। ঠিক পোশাকের নকশাকারদের মাথায়ও বিভিন্ন ভাবনা-চিন্তা উঁকি দেয়। তা থেকেই হয় পরীক্ষা-নিরীক্ষা। জন্ম নেয় নতুন কিছুর। পোশাক ডিজাইনের ক্ষেত্রে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, দেশীয় উপকরণগুলোকে প্রাধান্য দেওয়া হয়। এখন অবশ্য জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট অনেক কিছু উঠে আসে পোশাকের ডিজাইনে। চায়ের কাপ, ধোঁয়া ওঠা চা, কফি, বর্ষাকাল, জাদুর শহর, ব্যাঙ, ব্যাঙাচি ইত্যাদি। গরমে পরার জন্য পোশাকে পটচিত্র নিয়ে এসেছে অনলাইন পেজ হরীতকী, কইন্যাসহ আরও অনেক প্রতিষ্ঠান।


অনেক আগে থেকেই পটচিত্রের পোশাকের কদর রয়েছে। এখনকার তরুণরাও পোশাকে পটচিত্র গ্রহণ করছে। পোশাকে ফুল-পাতার নকশা নতুন কিছু নয়। তবে শাড়িতে অথবা কামিজ-কুর্তিতে যখন একটি গল্প প্রকাশ পায়, তখন সেটি অবশ্যই ভিন্ন কিছু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us