নেত্রকোনা-৩: ‘দ্বিধায়’ আটকে ভোটের কৌশল

আজকের পত্রিকা প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১১:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নেত্রকোনা-৩ আসনে প্রার্থী বাছাইয়ের হিসাব মেলাতে শুরু করেছেন বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। মনোনয়নপ্রত্যাশীরাও আপাতত এ নিয়েই তোড়জোড় শুরু করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগে সম্ভাব্য প্রার্থী বেশি থাকায় শীর্ষ পর্যায়ে যোগাযোগে তাদের তৎপরতাও বেশি চোখে পড়ছে। বিপরীতে কম মনোনয়নপ্রত্যাশী থাকায় নির্বাচনী কৌশল সাজাতে সময় দিচ্ছে অন্য দলগুলো। 


বিগত নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী মূল তিন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) সূত্রগুলো বলছে, প্রার্থী বাছাইয়ে কিছুটা দ্বিধায় আছেন আওয়ামী লীগ ও জাপার নেতারা। এই দুই দল জোট করবে নাকি আলাদা থাকবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। জোট হলে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়ের চিত্র বদলে যাবে। বিএনপির দুই শীর্ষ মনোনয়নপ্রত্যাশীর মধ্যে আছে কোন্দল। তবে মনোনয়নপ্রত্যাশী কম থাকায় দলটি ভোটে অংশ নিলে প্রার্থী বাছাইয়ে বেশি বেগ পেতে হবে না। 


একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে জয়ী হন দলটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এবার প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতায় তাঁর বিপরীতে আছেন কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আবদুল মতিন। দলীয় সূত্রের খবর, ঢাকা থেকে প্রায়ই এলাকায় এসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মতবিনিময় করছেন মতিন। নিজেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী বলেও ঘোষণা দিচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে। একইভাবে সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশীর এলাকায় যাতায়াত বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us